ভেঙে যাওয়া সেতুর সংস্কার হয়নি সাত দিনেও

জগন্নাথপুরে ভেঙে যাওয়া কাটাগাঙ নদীর বেইলি সেতুতে সংস্কার কাজ চলছে-সমকাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:০০
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ নদীর বেইলি সেতু ভেঙে যাওয়ার ঘটনার এক সপ্তাহেও সংস্কার কাজ শেষ হয়নি। ফলে গতকাল সোমবার পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে ওই সড়কের সরাসরি যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। তবে সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ মঙ্গলবার যানবাহন চলাচল শুরু হতে পারে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের ৭ নভেম্বর জগন্নাথপুরের রানীগঞ্জের কুশিয়ারা নদীর ওপর নির্মিত সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু উদ্বোধনের মাধ্যমে এ মহাসড়কে যান চলাচল শুরু হয়। জগন্নাথপুর, সুনামগঞ্জ শহর, ছাতক ও দিরাইসহ সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের লোকজন আঞ্চলিক এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছিলেন। ভারী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় চাপ বাড়ে ঝুঁকিপূর্ণ কাটাগাঙ্গের বেইলি সেতুতে। একাধিকবার এ সেতুর পাটাতন খুলে ও সড়কের সংযোগ সড়ক ধসে যান চলাচল বিঘ্নিত হয়। বারবার জোড়াতালি দিয়ে সেতুটি চালু রাখা হয়। গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় ভেঙে নদীতে পড়ে যায়। এরপর ক্ষতিগ্রস্ত সেতুতে সংস্কার কাজ শুরু হয়। স্টিলের পাটাতন বসিয়ে বেইলি সেতু পুনঃস্থাপনের কাজ চলছে।ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কার কাজ তদারকের দায়িত্বে থাকা পাগলা-ছাতক সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান জানান, সেতুর সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ রাতেই (গতকাল সোমবার) কাজ সম্পন্ন হবে। মঙ্গলবার (আজ) থেকে সেতুতে ফের যানবাহন চলাচল শুরু হবে বলে জানান তিনি।
- বিষয় :
- বেইলি সেতু
- সংস্কার
- সওজ