সাংবাদিকদের তথ্য দেওয়ার জের
নেসকোর নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ছবি-সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৭:০৪
বিধিবহির্ভূতভাবে সাংবাদিকদের তথ্য দেওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন।
গত বুধবার নেসকোর পিএলসি লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স শাখার উপমহাব্যবস্থাপক রহমত উল্লাহ-আল-ফারুখের সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে। বরখাস্তের আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
তবে রকি চন্দ্রের অভিযোগ, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ তাঁকে বাসায় ডেকে পাঠান। কিন্তু তিনি না যাওয়ায় রাকিবুজ্জামানের লোকজন বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর করেন। হামলাকারীরা রকিকে জামায়াত-শিবিরের লোক অ্যাখ্যা দিয়ে হত্যার হুমকি দেন। তারা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। এ ঘটনা সাংবাদিকদের অবহিত করায় গত বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে নেসকোর কোনো কর্মকর্তা-কর্মচারী মুখ খুলতে চাচ্ছেন না। তাদের ভয়, মুখ খুললে তাদেরও বহিষ্কার করা হতে পারে।
এদিকে নেসকো পিএলসি, রংপুর অঞ্চলের সহকারী প্রকৌশলী ইকবাল আসিফ রাজী গতকাল কালীগঞ্জ থানায় হামলা-ভাঙচুরের বিষয়ে অভিযোগ দিয়েছেন। তবে তাতে কারও নাম উল্লেখ করা হয়নি। অপরদিকে নেসকো, রাজশাহী অঞ্চলের এমডি জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, হামলায় মন্ত্রীপুত্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি। সরকারি কর্মকর্তা হিসেবে বিধিবহির্ভূতভাবে তথ্য দেওয়া বেআইনি বলেও মনে করেন তিনি।
অভিযুক্ত মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর নাম ভাঙিয়ে অন্য কোনো পক্ষ তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করতে পারে।
- বিষয় :
- নেসকো
- নির্বাহী প্রকৌশলী
- বরখাস্ত