বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪২ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত দুই শতাধিক যুগ্ম সচিব।
বুধবার ২১ ও ২২তম বিসিএসের এসব কর্মকর্তা শ্রদ্ধা জানান। এ সময় তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে কর্মকর্তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইয়ে সই করেন।