গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৭ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৭
কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. সুজন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর গোপিনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সুজন উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের মো. শাজাহানের ছেলে।
বৃহস্পতিবার কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কুমারখালী থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে এক গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গিয়েছিল। এ সময় আসামি সুজন ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় গত রোববার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।