ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ শুরু করছে প্রত্নতত্ত্ব বিভাগ

পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ শুরু করছে প্রত্নতত্ত্ব বিভাগ

স্থানটি পরিদর্শন করছেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা - সমকাল

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৬ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৮

চট্টগ্রামের কর্ণফুলীতে হাজার বছরের ঐতিহ্যবাহী পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ উদ্ধারে খনন কাজ শুরু করতে যাচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে খনন কাজের পূর্বপ্রস্তুতি হিসেবে স্থানটি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা।

আগামী ১৬ সেপ্টেম্বর উপজেলার বড় উঠানের দেয়াঙ পাহাড়ের ঐতিহাসিক বিশ্বমূড়া এলাকায় প্রাচীন পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ খুঁজে বের করার লক্ষ্যে খনন কাজ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে।

খননের সময় উপস্থিত থাকার কথা রয়েছে- চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের। ওই জায়গায় জাদুঘর স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান।

ইতিহাস গবেষকদের মতে, কর্ণফুলী উপজেলার বড়উঠান ও জুলধা এলাকা জুড়ে সপ্তম-অষ্টম শতকে পণ্ডিত বিহার নামে একটি জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে ওঠে। ষোড়শ শতকের দিকে সেটি বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক টিম ঐতিহাসিক ওই স্থান একাধিকবার সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ভাষা বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল যাত্রা, বিশিষ্ট ইতিহাসবিদ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবি মাদল চন্দ্র বড়ুয়াসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রত্নতাত্ত্বিক খনন কাজের পূর্বপ্রস্তুতি হিসেবে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেছে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। 

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ পরিচালনা করার বিষয়ে সহযোগিতা করার বিষয়ে মত দেন। সভায় উপস্থিত ছিলেন- কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী, জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের গবেষণা সহকারী মো. নিয়াজ মাগদুম ও সার্ভেয়ার চাই থোয়াই মারমা।

আরও পড়ুন

×