ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টাকা ফেরত চাওয়ায় বিধবা নারীকে কুপিয়ে জখম

টাকা ফেরত চাওয়ায় বিধবা  নারীকে কুপিয়ে জখম

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৫

জামালপুরের বকশীগঞ্জে মাজেদা বেগম নামে এক বিধবা নারীকে কুপিয়ে জখম, তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে কামালপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মাজেদা বেগমের ছেলে শাহাদৎ হোসেন।

জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মারা যান মাজেদা বেগমের স্বামী। তাঁর কোনো বসতভিটা নেই। ভূমিহীন মাজেদা বেগম তিন-চার বছর ধরে কামালপুর বাজারের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খাসজমিতে বসবাস করে আসছেন। দুই বছর আগে চার-পাঁচ শতক জমি কিনে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন তাঁরই ভাগনি জামাই রিপন মিয়া। কিন্তু দুই বছরেও জমি কিনে দেননি রিপন, টাকাও ফেরত দেননি।

শুক্রবার সকালে অসহায় মাজেদা বেগম রিপনের কাছে টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হন রিপন। দুপুরে রিপন, হিমেল, হামীমসহ ১০-১২ জন দলবল নিয়ে মাজেদা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে মাজেদা বেগমকে কুপিয়ে জখম করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেন তারা। পরে স্থানীয়রা মাজেদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগীর ছেলে শাহাদৎ হোসেন বলেন, ‘আমাদের কোনো জমিজমা নেই। তাই সরকারি জমিতে থাকি। রিপন মিয়া জমি কিনে দেওয়ার কথা বলে আমার মায়ের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন। টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদের বসতঘর ভাঙচুর ও আমার মাকে কুপিয়ে জখম করেছেন তারা। বাধা দিতে গেলে আমাকেও মারধর করেন তারা।’ 


আরও পড়ুন

×