ফরিদপুরে সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের দোয়া মাহফিল

ফরিদপুর অফিস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৭
ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল ইসলাম মধুর সভাপতিত্বে বেলা পৌনে ২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সেতু, উপ দপ্তর সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।