ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২৪

সিলেট মহানগীর কয়েকটি এলাকাসহ বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে ৮-৯ ঘণ্টা। লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৩৩ ও ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট নগরীর বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

অপর দিকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন এলাকা এবং বিশ্বনাথ উপজেলার সব এলাকায় একইদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×