বাসে পেয়ারা খেয়ে ৪ পরীক্ষার্থী হাসপাতালে

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৮
বাসের মধ্যে পেয়ারা খেয়ে উচ্চতর কৃষি ডিপ্লোমা (বিএজেড) শাখার ৪ পরীক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পদ্মা গড়াই নামে একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অসুস্থ হয়ে পড়া পরীক্ষার্থীরা সবাই ফরিদপুর এটিআই থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে তাদের বহনকারী বাসটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশায় পৌঁছালে পরীক্ষার্থীরা ফেরিওয়ালার কাছ থেকে পেয়ারা কিনে খান। এর কিছু সময় পর বাসের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন।
পরীক্ষার্থীরা হলেন– খোকসার বনগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইউনুস আলী, চর দশকাহুনিয়া গ্রামের পঞ্চানন বিশ্বাসের মেয়ে পলি রানী বিশ্বাস, মানিকাট গ্রামের আব্দুল মমিনের ছেলে মারুফ হোসেন ও শৈলকুপার সারুটিয়া গ্রামের নয়ন। তারা সবাই একই ব্যাচের শিক্ষার্থী।
এর মধ্যে মারুফ উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যশোরে কর্মরত। সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিএজেড শাখার পরীক্ষার্থী সুদ্বীপ্ত বিশ্বাস জানান, অসুস্থ হয়ে পড়া পরীক্ষার্থীরা সবাই বাসের পেছনে ছিলেন। তারা পেয়ারা খাওয়ার পর অসুস্থ বোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অজ্ঞান হয়ে যান। অজ্ঞান পার্টি পেয়ারার মধ্যে চেতনানাশক কিছু দিয়েছিল বলে তাঁর ধারণা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত জাহান তনুজা বলেন, অসুস্থদের মধ্যে ইউনুস আলী পুরোপুরি অচেতন অবস্থায় আছেন। সবাইকে ভর্তি রাখা হয়েছে। তাদের চেতনানাশক কিছু খাওয়ানো হতে পারে।