ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে সরকার প্রতারণা করছে: জিএম কাদের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে সরকার প্রতারণা করছে: জিএম কাদের

ছবি: সমকাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, পাকিস্তান সরকারের শাসনামলে আমরা বৈষম্যের শিকার ছিলাম, সে জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। বর্তমান সরকার আবার সেই বৈষম্যের সৃষ্টি করেছে। তারা জনগণের জীবনমানের চিন্তা না করে বিদেশে অর্থপাচার করে নিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার বিকেলে কুমিল্লার তিতাসে কুমিল্লা (উত্তর) জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার দলীয় লোকজন জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। সেদিন আমি আপনাদের এলাকার একটি ভিডিওতে দেখলাম, একজন আওয়ামী লীগ নেতা একজন শিক্ষককে বলছেন, এই বেটা জয় বাংলা বল। এই হলো আওয়ামী লীগ ও সরকারের চরিত্র। সরকার ও সরকারদলীয় লোকজন যদি এক হয়ে যায় তাহলে সেখানে একনায়কতন্ত্র কায়েম হয়। বাকস্বাধীনতাও সরকার বন্ধ করে দিয়েছে।’

জিএম কাদের বলেন, সরকারী দলের লোকজন দেশের বাইরে অর্থ পাচার করে নিয়ে গেছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। রির্জাভও চুরি করা হয়েছে।

কুমিল্লা (উত্তর) জাতীয় পার্টির আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুল হক চুন্নু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন প্রমুখ।

আরও পড়ুন

×