ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় ডাম্প ট্রাক ঢুকল এতিমখানায়, আহত ১৩

বাসের ধাক্কায় ডাম্প ট্রাক ঢুকল এতিমখানায়, আহত ১৩

এতিমখানার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়া ড্রাম ট্রাক। ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেয়াল ভেঙে এতিমখানার ভেতরে ডাম্প ট্রাক ঢুকে পড়েছে। এতে এতিমখানার ১২ ছাত্রসহ ১৩ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের হাম্মাদিয়া এতিমখানায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি বাস পেছন থেকে ডাম্প ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাম্মাদিয়া এতিমখানার ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ১২ মাদ্রাসা ছাত্রসহ ট্রাকচালকের সহকারী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। 

সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, আহতরা সবাই আশঙ্কামুক্ত। তবে চার ছাত্র মাথায় ও বুকে হালকা আঘাত পেয়েছে।

আরও পড়ুন

×