বকশীগঞ্জে এবার সাংবাদিককে হত্যার হুমকি যুবলীগ নেতার

যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৯
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বকশীগঞ্জে এবার আরেক সাংবাদিকের প্রাণনাশের হুমকি দিয়েছেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ। তিনি বকশীগঞ্জ উপজেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির সদস্য। রোববার রাতে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ ছালাম মাহমুদকে মোবাইল ফোনে ওই হুমকি দেন তিনি।
এর আগে উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে যুবলীগের সদস্য সংগ্রহ সভা ও বকশীগঞ্জ হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে ফেসবুকে পৃথক দু’টি পোস্ট দেন সাংবাদিক ছালাম মাহমুদ। এর জেরেই তাকে হুমকি দেওয়া হয়। সোমবার বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।
অভিযোগে জানা যায়, দুই মাস হলো বকশীগঞ্জ হাসপাতালে রোগীদের খাবার দেওয়ার ঠিকাদারি নিয়েছেন যুবলীগ নেতা পলাশ। রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম করে আসছেন তিনি। রোববার দুপুরে বকশীগঞ্জ হাসপাতালে সরেজমিনে দেখা যায়, রোগীদের নিম্নমানের খাবার এবং ওজনে কম দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছালাম মাহমুদকে ফোনে হুমকি দেন পলাশ।
তাকে বলতে শোনা যায়, ‘বিরাট সাংবাদিক হইছেন, এজন্যই তো আপনারা মরেন ও মার খান।’ এ ঘটনা জানাজানি হলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সাংবাদিক ছালাম মাহমুদ জানান, পলাশ ফোনে আমাকে বলেন, ‘আপনারা অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন। এই জন্যই তো মানুষ আপনাদের রাস্তায় পিটিয়ে মারে। এখনও সময় আছে ভালো হয়ে যান।‘
জীবনের নিরাপত্তা শঙ্কায় আছেন তিনি। বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বকশীগঞ্জের সাংবাদিক নেতারা।
অভিযুক্ত যুবলীগ নেতা পলাশ বলেন, সাংবাদিক ছালামের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তাকে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি। তাকে ফোনে বলেছি সত্য নিউজ করেন।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, আরেক সাংবাদিকে হত্যার হুমকি কোনভাবেই মানা যায় না।
জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু জানান, হুমকি দিয়ে থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।