ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বস্তাভর্তি মদ নিয়ে গাড়ির জন্য অপেক্ষা, হাতেনাতে ধরল পুলিশ

বস্তাভর্তি মদ নিয়ে গাড়ির জন্য অপেক্ষা, হাতেনাতে ধরল পুলিশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে প্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আমিনুল ইসলাম শেরপুর সদর উপজেলার ভাটিপাড়া গ্রামের আশা মিয়ার পুত্র।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বুরুঙ্গা কালাপানি ফাতেমা বেকারি এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ পাচারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলাম মদসহ পুলিশের হাতে ধরা পড়েন।

এ সময় তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তাভর্তি মদের বোতল নিয়ে রাস্তার পাশে যানবাহনের অপেক্ষায় ছিল মাদক কারবারিরা। এ সময় আমরা মাদক কারবারি আমিনুলকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

আরও পড়ুন

×