ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উপজেলা চেয়ারম্যান নুনুর বিরুদ্ধে আরও ২ মামলা

উপজেলা চেয়ারম্যান নুনুর বিরুদ্ধে আরও ২ মামলা

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২২

সরকারি বরাদ্দ দেওয়ার নাম করে প্রতিবন্ধীদের ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ দুটি মামলা করেন ভুক্তভোগীরা। মামলায় চেয়ারম্যান নুনু মিয়ার পিএস দবির মিয়াকেও আসামি করা হয়েছে। এ নিয়ে টাকা আত্মসাতের মোট ৯ মামলায় অভিযুক্ত হলেন নুনু মিয়া।

বাদীপক্ষের আইনজীবী সুমন পারভেজ ও আব্দুস সালাম জানান, মঙ্গলবার শুনানি শেষে আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিন মামলা দুটি আমলে নিয়ে তদন্তের জন্য বিশ্বনাথ থানার ওসিকে দায়িত্ব দিয়েছেন। দুই বাদীর একজন হচ্ছেন মাধবপুর গ্রামের লিলু মিয়া।

মামলায় তিনি অভিযোগ করেছেন, তিনি ও তার সন্তানরা শারীরিক প্রতিবন্ধী। তাই প্রধানমন্ত্রীর উপহারের গভীর নলকূপসহ ওয়াশ ব্লক পেতে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার কথায় তিনি গত ১ জানুয়ারি পিএস দবির মিয়ার কাছে ২০ হাজার টাকা জমা দেন। কিন্তু দীর্ঘ ৯ মাসেও বরাদ্দ কিংবা টাকা ফেরত পাননি তিনি। সম্প্রতি নুনু মিয়া ও দবির মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তারা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

একই অভিযোগ মামলার অপর বাদী খোজারপাড়ার নুর হোসেনের। তিনি অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি তিনি তার প্রতিবন্ধী ভাতিজা মুস্তাকিন এবং গ্রামের আরেক প্রতিবন্ধী নারী শায়রা বেগমকে ওয়াশ ব্লক পাইয়ে দিতে দবির মিয়ার কাছে মোট ৪০ হাজার টাকা জমা দেন। সম্প্রতি এ বিষয়ে যোগাযোগ করলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন চেয়ারম্যান নুনু মিয়া ও পিএস দবির।

তবে সব অভিযোগ মিথ্যা দাবি করে চেয়ারম্যান নুনু মিয়া বলেন, একটি পক্ষ তাকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে। তারাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করাচ্ছে।

আরও পড়ুন

×