ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৭

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যশোরের মনিরামপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) আঞ্জুমান আরা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিবার পরিকল্পনা যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ গত ২৪ সেপ্টেম্বর এ বরখাস্তের আদেশ দেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. চন্দ্র শেখর কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দূর্বাডাঙ্গা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আঞ্জুমান আরা বেগম জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সহানুভূতি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ ঘটনা সরকারি চাকরি বিধি পরিপন্থি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তাকে ব্যবস্থা নিতে বলেন।

আঞ্জুমান আরা বেগম জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তবে কয়েক দিন পর তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন।

আরও পড়ুন

×