কালো যাদুর বই-মাথার খুলিসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার জয়নুল আবেদীন জয়। ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১৬
গাইবান্ধায় কালো যাদুর বই, মানুষের মাথার খুলি ও হাড়সহ জয়নুল আবেদীন জয় (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে সাঘাটা উপজেলার কালপানি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার যুবক প্রতারক চক্রের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কালাপানি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মাথার খুলি, হাড়, কালো যাদুর বই, বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক, ১০টি সিসি ক্যামেরা, একটি স্যামসাং মনিটর জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা ও সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।