কিস্তির টাকা নিয়ে দ্বদ্বে মেয়েকে কুপিয়ে খুন করলেন বাবা

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১০:৫৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ১০:৫৭
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিওর কিস্তির টাকা দেওয়াকে কেন্দ্র করে বাবার ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা খাতুন বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার আজিবার মন্ডলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সমিতির কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ১টার দিকে বাবা মেয়ের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে বাড়ির পাশের একটি গর্তে ফেলে রাখে মেয়ে মর্জিনাকে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত অবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।