লাশের গলায় প্যাঁচানো ছিল রশি, কানে আঘাতের চিহ্ন

প্রতীকী ছবি
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৫:২০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৬:৩৩
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় ১৫-১৬ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রাম মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে দক্ষিণ হলদিয়া গ্রামের এক মহিলা সকাল ৮টার দিকে হাঁস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশেপাশের লোকজনকে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য শাহীন সরদার বলেন, ছেলেটি আমাদের এলাকার না। স্থানীয় কেউ ওই কিশোরকে চেনে না। ওই কিশোরের গলায় রশি পেঁচানো ও বাম কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ছেলেটিকে অন্যকোথাও মেরে এখানে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন সমকালকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- মরদেহ উদ্ধার
- লৌহজং