ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাস চালকসহ চার কর্মীর সততায় মুগ্ধ সবাই

বাস চালকসহ চার কর্মীর সততায় মুগ্ধ সবাই

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৬:৪০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৬:৪০

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ, ৫০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র মালিককে ফিরিয়ে দিলেন কুমিল্লার পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসের চালক, সুপারভাইজার ও দুই সহকারী। তাদের এ সততায় খুশি হয়ে চারজনকে মঙ্গলবার পুরস্কৃত করেছেন ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলাম।

ওই চারজন হলেন বাসচালক মো. সুমন, সুপারভাইজার নাজমুল হাসান, সহকারী (হেলপার) সজিব ও সাইফুল।

গত সোমবার কুমিল্লা-দাউদকান্দি পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসযোগে ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লা শহরে ফিরছিলেন জেলার চান্দিনা উপজেলার ভাগুরাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে জয়নাল আবেদিন। কুমিল্লা শাসনগাছা টার্মিনালে এসে বাস থেকে নেমে গেলেও ভুলবশত সঙ্গে থাকা ব্যাগটি গাড়িতে ফেলে যান তিনি। সব যাত্রী নেমে যাওয়ার পর ব্যাগটি বাসের সুপারভাইজার ও এক সহকারীর নজরে আসে। তারা ব্যাগ নিয়ে পাপিয়া ট্রান্সপোর্টের মহাসচিব তাজুল ইসলামের কাছে জমা রাখেন। ব্যাগে থাকা মোবাইল ফোন নম্বরে কল করে ব্যাগের মালিক জয়নাল আবেদিনের সঙ্গে যোগযোগ করা হয়।

তাজুল ইসলাম বলেন, মালিকানা নিশ্চিত হওয়ার পর চালক ও স্টাফদের উপস্থিতিতে টাকা, মালপত্র ও ব্যাগ জয়নাল আবেদিনের হাতে বুঝিয়ে দেন তিনি।

টাকার পাশাপাশি মূল্যবান কাগজপত্র ফিরে পেয়ে বাসটির কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, ‘এ যুগে গাড়িতে এমন হৃদয়বান স্টাফ পাওয়া কঠিন। তাদের সততায় আমি মুগ্ধ।’

আরও পড়ুন

×