ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপির রোডমার্চ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কি.মি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কি.মি যানজট

বিএনপির রোডমার্চ। ছবি: সমকাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৬:৪৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০৬:৫২

কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম অভিমুখে আজ বৃহস্পতিবার বিএনপির রোডমার্চ। রোডমার্চের বহরে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির রোডমার্চের কারণে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে দূর পাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

জানা যায়, ফেনীর মহিপালে মহাসড়কের পাশে মঞ্চ তৈরি করেছে জেলা বিএনপি। সকাল ১০টা থেকে বৈরি আবহাওয়ায় উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে উপস্থিত হয়েছেন। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও  যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী সঞ্চালনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শীর্ষ নেতারা পথ সভায় বক্তব্য দিচ্ছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল সমকালকে বলেন, গাড়ি ধীরে চলায় যানজট হচ্ছে। যাত্রীদের ভোগান্তি দূর করতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন

×