ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটে জমজমাট আয়োজন

ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটে জমজমাট আয়োজন

শহরের পৌর পার্ক এলাকা থেকে শোভযাত্রা বের করা হয়। ছবি: সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৭:২৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৭:২৯

বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা।

শুক্রবার বিকেলে স্থানীয় ব্যবসায়ী রাজু আহমেদের উদ্যোগে শহরের পৌর পার্ক এলাকা থেকে এ শোভযাত্রা বের করা হয়। শহররক্ষা বাঁধ, ডাক বাংলার মোড়, নাগের বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পৌর পার্কে এসে শেষ হয়।

বাংলাদেশের পতাকা ও জাতীয় দলের টি শার্ট গায়ে দিয়ে শোভাযাত্রায় সহস্রাধিক ক্রিকেট ভক্ত অংশ নেন। মোটরসাইকেল, প্রাইভেট কার ও ছাদখোলা পিকআপেও ভক্তদের সরব অংশগ্রহণ ছিল।

তবে বিশাল এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সাধারণ ক্রিকেট ভক্তদের উৎসাহ দিতে এবং বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটের এই কৃতি খেলোয়াড়ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

ভক্তদের উদ্দেশ্যে রুবেল হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমার দুর্বলতা ও আন্তরিকতা অনেক বেশি। এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। আজকের শোভাযাত্রার আয়োজক ও অংশগ্রহণকারীদের উৎসাহ দিতেই আমি এখানে এসেছি। তিনি বলেন,  সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশাকরি, আমাদের দল এবার ভাল খেলবে।

শোভাযাত্রার আয়োজক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, এবার বিশ্বকাপের দলকে ভালবেসেই এই আয়োজন করেছি। আমার আহ্বানে সারা দিয়ে ক্রিকেট ভক্তরা এসেছেন। জাতীয় দলের কৃতি ক্রিকেটার বাগেরহাটের সন্তান রুবেল হোসেনও এসেছেন। সবাই খুবই আন্তরিকতার সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ জন্য সবাইকে ধন্যবাদ।

সন্ধ্যার পর পৌর পার্কে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর আগে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়ে শোভযাত্রার আয়োজন করেছিলেন ব্যবসায়ী রাজু আহমেদ।

আরও পড়ুন

×