ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নাটক সাজিয়ে মালিকের টাকা আত্মসাৎ, কর্মচারী গ্রেপ্তার

নাটক সাজিয়ে মালিকের টাকা আত্মসাৎ, কর্মচারী গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আব্দুর রহিম। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৪:৫৯ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৪:৫৯

চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার নাটক সাজিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ওই প্রতিষ্ঠানের মালিকের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি নোয়াখালীতে অভিযান চালিয়ে আত্মসাতের ছয় লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আব্দুর রহিম নোয়াখালীর চরজব্বার থানা চরমজিদ গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের রাকিব ফিশ নামে একটি মৎস্য ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী এলাকার রাকিব ফিশের মালিক মো. ইউসুফ তার প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুর রহিমকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা তুলতে পাঠান। টাকা উত্তোলনের পর পাহাড়তলী বাজারে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের পাওনা ৬০ হাজার টাকা আদায় করেন। সেই টাকা নিয়ে সন্ধ্যায়ও ফিরে না আসায় তাকে খোঁজাখুজি শুরু করেন তিনি। রাত ১১টার দিকে খোঁজ পান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালু শাহ মাজার এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন আব্দুর রহিম। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুইদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে যান রহিম। কিন্তু রহিম স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারছিল না।

পুলিশ কর্মকর্তারা জানান, ব্যাংক থেকে টাকা তুলে অলঙ্কার মোড়ে যাওয়ার কথা পুলিশকে জানান রহিম। এরপর কি হয়েছে? তা জানেন না বলে জানান। কে টাকা নিয়ে গেছে সেটাও বলেননি। পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান। ঘটনার দিন অলঙ্কার মোড়ে সুস্থ অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন রহিম। পরে তাকে সিসিটিভির ফুটেজ দেখানো হয়। এ ঘটনায় মামলা করেন প্রতিষ্ঠানটির মালিক মো. ইউসুফ।

ডবলমুরিং থানার এসআই ইমান হোসেন সমকালকে বলেন, রাকিব ফিশের মালিকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে নোয়াখালী গ্রামের বাড়িতে চলে যান তিনি। বাড়িতে সবার অগোচরে টাকাগুলো লুকিয়ে রেখে চট্টগ্রামে ফিরে আসেন। কালু শাহ মাজার এলাকায় সড়কের পাশে অজ্ঞান হওয়ার ভান ধরে পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রতিষ্ঠানের মালিককে খবর দেন। টাকাগুলো আত্মসাৎ করতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার নাটক সাজিয়েছেন রহিম। তাকে আদালতে পাঠানো হল কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

×