শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যা, অভিযোগ স্বজনের

প্রতীকী ছবি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৩:২২ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ১৩:২২
কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রুবেলের মা পপি খাতুন বলেন, ‘রোববার সন্ধ্যায় রুবেলকে ডেকে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। সোমবার সড়কের পাশে লাশ তার পড়ে ছিল। শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও ভাইয়েরা মিলে মারধর করে রুবেলকে হত্যা করেছে।’
দেড় বছর আগে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবা শেখের মেয়ে মার্জিয়ার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। রোববার মার্জিয়া বাবার বাড়িতে মৃত কন্যাসন্তানের জন্ম দেয়। সন্ধ্যায় তার ভাই মিঠু শেখ রুবেলকে ফোনে মার্জিয়ার অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, রুবেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হ