ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পায়ুপথে স্বর্ণ পাচারের সময় যুবক গ্রেপ্তার

পায়ুপথে স্বর্ণ পাচারের সময় যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০০:৫৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৮:২৬

পায়ুপথে স্বর্ণ নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার এ ঘটনায় গ্রেপ্তার সোহাগ (২৩) শরীয়তপুরের জাজিরা থানার মেহের আলী মাতবর কান্দি গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে। তার কাছ থেকে জব্দ করা ৭০০ গ্রামের ছয়টি স্বর্ণবারের আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে দুপুর আড়াইটার দিকে সোহাগের গতিবিধি দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তার লাগেজ ও মালপত্র তল্লাশি করা হয়। সেখানে কিছু পাওয়া না গেলেও কথোপকথনে সন্দেহ হওয়ায় দর্শনার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করানো হয়। এতে সোহাগের পায়ুপথে ধাতবজাতীয় বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। 

তিনি আরও জানান, পরে বিজিবি চেকপোস্টে এনে ফের তল্লাশি করে পায়ুপথের ভেতরে অভিনব কায়দায় লুকানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছে থাকা মোবাইল ফোন, ৮২৪ ভারতীয় রুপি এবং ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুল জলিলের মামলায় সোহাগকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার স্বর্ণবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

×