ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাইখালীর জঙ্গলে পড়ে ছিল বন্য হাতির মরদেহ

রাইখালীর জঙ্গলে পড়ে ছিল বন্য হাতির মরদেহ

ফাইল ছবি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:৪৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:৪৬

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী জঙ্গলে একটি বন্য হাতির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাতির মরদেহ দেখতে পেয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগকে জানান।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।’

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকাল প্রায় ৮টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ ঘটনাস্থলে যাই। মৃত হাতিটির বয়স অনেক বেশি। স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে।’

আরও পড়ুন

×