ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডাকাতিয়া নদীপাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

ডাকাতিয়া নদীপাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:২২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:২২

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়ায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতুর ২ কিলোমিটার ওয়াকওয়ের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ের উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তম।

এ দিন উদ্বোধন উপলক্ষে এবং জনসাধারণের জন্য ওয়াকওয়েটি ব্যবহারে উন্মুক্তকরণে এর পাদদেশে এক সভা আয়োজন করা হয়।

বিআইটিএর আয়োজনে ও এর চেয়ারম্যান আরিফ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এ ছাড়া বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরীন জাহান শেফালি, শাহরাস্তি পৌরসভা মেয়র হাজি আবদুল লতিফ, হাজিগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুবুবুল আলম লিপন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

মেজর (অব.)  রফিকুল ইসলাম বীর উত্তম এমপি তার বক্তব্যে বলেন, আমি এলাকার চারবারের নির্বাচিত সংসদ সদস্য। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানন্ত্রী শেখ হাসিনার এ সরকার আমলে এলাকায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।

তিনি বলেন, এই ওয়াকওয়ে আবাল বৃদ্ধ বনিতাকে যেমনি বিনোদন দেবে, তেমনি ডাকাতিয়া নদী তীর সুরক্ষা হবে। আপনারা বিশেষ করে যারা এ প্রজন্ম, তারা এটির যত্ন নেবেন।

এদিকে শনিবার দুপুর থেকেই বৃহৎ এই ওয়াকয়েতে ঘুরতে এলাকার হাজারো মানুষ আসেন।

জানা যায়, নদীর তীরে কংক্রিটের ব্লক বিছিয়ে পরিবেশবান্ধব ওয়াকওয়ে করার উদ্যোগ নেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। ৪৯ কোটি টাকা ব্যয়ে এই ওয়াকওয়ের নির্মাণকাজ বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এখানে বিনোদন পার্ক, আধুনিক রেস্টুরেন্ট ব্যবস্থা ও পার্ক ব্যবস্থা রাখা হচ্ছে। তা ছাড়া পর্যটকদের নদীতে প্যাডেলচালিত নৌযানও থাকছে।

আরও পড়ুন

×