পুুকুরের পানিতে ডুবে ২শিশু নিহত

প্রতীকী ছবি
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৭:১৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৭:১৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে ২ শিশু নিহত হয়েছে। শনিবার উপজেলার দড়ি চরিয়াকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার দড়ি চরিয়াকোনা গ্রামের সুমন মিয়ার মেয়ে হালিমা (৭) ও বাচ্চু মিয়ার মেয়ে মিতি (৮)।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকেলের কোনো এক সময় হালিমা ও মিতি বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাদের না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। পরে
বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় বলে জানান ওসি শাহাদাত হোসেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পুকুরে ডুবে
- শিশু নিহত