লোহাগড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন সেনাপ্রধান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:৫০
নড়াইলের লোহাগড়া উপজেলায় ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পৈতৃক ভিটায় পিতার নামে এ কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন শফিউদ্দিন আহমেদ।
এ ছাড়া সেনাপ্রধান গ্রামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময়, সেনাবাহিনী কর্তৃক চিকিৎসাসেবা পরিদর্শন এবং স্থানীয় শিশু-কিশোরের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এলাকায় হাসপাতাল নির্মাণ করা হয়েছে। নদী শাসনের কাজ চলমান। এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা হবে।