মিতু হত্যা মামলা
চিকিৎসক-পুলিশসহ সাক্ষ্য দিলেন ৫ জন

মাহমুদা খানম মিতু। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:৩০
আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পাঁচজন আদালতে সাক্ষী দিয়েছেন। তাদের মধ্যে নিহত মিতুর মরদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক, পুলিশ, জব্দতালিকার সাক্ষী রয়েছেন। সোমবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সাক্ষীদের জেরা করেনি আসামিপক্ষ।
সাক্ষীরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. দেবপ্রতিম বড়ুয়া, এসআই ত্রিরতন বড়ুয়া, কনস্টেবল আলমাছ মিয়া, সাগর দাশ ও জব্দতালিকার সাক্ষী আলাল মিয়া।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, মিতু হত্যা মামলায় ৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা তাদের সামনে মামলার আলামত মোটরসাইকেল উদ্ধার করতে দেখেছেন। ময়নাতদন্ত করা চিকিৎসক মিতুর শরীরে গুলি, ছুরিকাঘাত করে খুন করার বিষয়টি বলেছেন। আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
জব্দতালিকার সাক্ষী আলাল মিয়া বলেন, ‘আমি নগরের বাদুরতলা বড় গ্যারেজ এলাকায় দোকানের নাইট গার্ড হিসেবে চাকরি করি। আমার সামনে রাত আড়াইটার দিকে পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে। কে বা কারা এটি ফেলে যায় তা আমি জানিনা।’
এসআই ত্রিরতন বড়ুয়া, কনস্টেবল আলমাছ মিয়া, সাগর দাশ মিতু খুনে ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় বলে জানিয়েছেন।
২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। সেই মামলায় পিবিআই পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারকে প্রধান অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন। মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
- বিষয় :
- মিতু হত্যা মামলা
- সাক্ষ্যগ্রহণ
- চট্টগ্রাম