প্রধানমন্ত্রীকে ‘স্মার্ট নৌকা’ দেওয়া হলো না দিনমজুর মফিজুলের

চাঁদপুরের হাজীগঞ্জের দিনমজুর মফিজুল ইসলামের সম্পত্তি বিক্রি করে প্রায় সাত লাখ টাকায় তৈরি স্মার্ট নৌকা। ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১১:২৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১১:২৯
চাঁদপুরের হাজীগঞ্জের দিনমজুর মো. মফিজুল ইসলাম। চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু মৃত্যুর আগে তার স্বপ্ন সাধটুকু পূরণ করে যেতে পারলেন না। নিজের জায়গা বিক্রি করে প্রায় সাত লাখ টাকায় তৈরি স্মার্ট নৌকাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চেয়েছিলেন মফিজুল। সে আশা পূরণের আর সুযোগ রইল না।
কালচো ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. মফিজুল ইসলাম (৬০) বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মফিজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, ‘আমাকে তাঁর পরিবার থেকে কেউ জানায়নি। তবে আমি স্থানীয় লোকদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’
আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে মফিজ তৈরি করছিলেন স্মার্ট নৌকাটি।
সৈয়দপুর গ্রামের মিজি বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। মফিজুল রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে।
মফিজুল ইসলাম একজন দিনমজুর হিসেবে এলাকায় কাজ করতেন। আওয়ামী লীগ অনুসারী এবং বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি খুবই ভালোবাসতেন। আর ওই ভালোবাসা থেকে তিনি নিজের সম্পত্তি বিক্রি করে এবং ধার-দেনা করে প্রায় সাত লাখ টাকা খরচ করে তৈরি করেন স্মার্ট নৌকা। একটি অটোবাইকের উপরে নৌকার ডিজাইন করা হয়েছে। তিন হুইলের এই স্মার্ট নৌকায় রয়েছে চারটি পাখা ও ডিজিটাল আলোর ব্যবস্থা। এতে আসন সংখ্যা ৯টি। নৌকাটির দুপাশে ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। যেখানে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এর আগে নৌকাটি তৈরি করার পর মফিজুল এটি যে প্রধানমন্ত্রীর যে কোন সমাবেশে বা ঢাকায় গণভবনে নিয়েও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে ইচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও সংবাদটি প্রচার হয়েছিল। কিন্তু সাড়া পাননি মফিজ। তবে তিনি আশাবাদী ছিলেন- এ নৌকা প্রধানমন্ত্রীর হাতে দিতে পারবেন।