হাত ধুতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

ফাইল ছবি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৬:০৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৬:০৭
হাজীগঞ্জে আরাফাত হোসেন নামে এক যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়। তিনি কালচোঁ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা নূর হোসেন, শাহিনা বেগম ও শহিদ উল্যাহ জানান, আরাফাত একজন মৃগী রোগী। সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে হাত ধুতে গেলে পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তাঁর লাশ ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরাফাতের বাবা হুমায়ুন বলেন, তাঁর চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে আরাফাত। সবার অজান্তে পুকুরে গিয়ে ডুবে মারা গেছেন তাঁর ছেলে। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।