সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

ছবি: ফাইল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ০৮:৪৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০৮:৪৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ফরিদপুরের সালথার হাসিনা বেগম (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হাসিনা বেগম সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের জব্বার মুন্সীর স্ত্রী। এর আগে রোববার ভোরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান সমকালকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার রাতে হাসিনা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোরে তিনি চিকিৎসাধীন মারা যান।