আ’লীগ ক্ষমতায় থাকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়: এ. কে. আজাদ

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:৩৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:৩৬
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ।
সোমবার ফরিদপুর সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজারি, ভক্ত ও দর্শনার্থীর সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
এ. কে. আজাদ বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষের হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর কালীবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে মতবিনিময় সভা করেন এ. কে. আজাদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মোল্যা। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। পরে কৃষ্ণনগর ইউনিয়নের ২২টি মন্দির কমিটির হাতে অনুদান তুলে দেন এ. কে. আজাদ।
বিকেলে কৈজুরি ইউনিয়নের সাচিয়া মন্দিরে কমিটির সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং সন্ধ্যায় ইছাইল মধ্যপাড়া দুর্গামন্দির কমিটির সভাপতি তপন কুমার মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এ. কে. আজাদ। এ সময় তিনি ৯টি মন্দিরে অনুদান দেন।
এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য শহিদুল ইসলাম নিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফকির মো. বেলায়েত হোসেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, শিল্পপতি আবুল খায়ের মিয়া, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া প্রমুখ।
এর আগে শনি ও রোববারও ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের খোঁজখবর নেন এবং অনুদানের অর্থ তুলে দেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ।