অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিহত আয়েশা আক্তার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:২৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:২৮
হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের এক লাখ টাকার জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ আয়েশা আক্তার হত্যা মামলায় শাশুড়িসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ২-এর বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
নিহত গৃহবধূ আয়েশা আক্তার উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় আয়েশা আক্তারের স্বামী দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়াসহ চারজন আদালতে উপস্থিত ছিল। কাউছার মিয়া নামে অপর এক আসামি পলাতক রয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা খাতুন, রাসেলের দুই বোন হুসনা আক্তার ও রুজি বেগম এবং ভাই কাউছার মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর এক লাখ টাকা যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ আয়েশা আক্তারকে বেধড়ক মারধর করে তাঁর স্বামী রাসেল মিয়াসহ পরিবারের সদস্যরা। মারধরের এক পর্যায়ে মারা যান আয়েশা।
এর পরদিন ১৬ সেপ্টেম্বর রাসেল মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আবদুস সাত্তার। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল মনছুর রায়ের দ্রুত বাস্তবায়ন চান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এম এ মজিদ জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।