চট্টগ্রামে গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের অঙ্গীকার দাবি

চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার রাজনৈতিক অঙ্গীকার চাই শীর্ষক আলোচনা সভা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সংসদ সদস্য প্রার্থীদের রাজনৈতিক ইশতেহারে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি কর্ণফুলী টানেল নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে ঘিরে এই এলাকাকে দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলার দাবিও জানিয়েছে সংগঠনটি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর কমিটি ‘চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার রাজনৈতিক অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সভায় এসব দাবি জানান।
তিনি বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে তিন মেয়াদে ক্ষমতায় থাকায় চট্টগ্রাম মহানগরী ও জেলার রাস্তাাঘাট, ফ্লাইওভার, এলিভেডেট এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ, চট্টগ্রাম বিমানবন্দরের আধুনিকায়নসহ সড়কের অবকাঠামো বির্নিমানে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু চট্টগ্রামে আধুনিক কোনো গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠেনি। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মিনিবাস, হিউম্যান হলার, মাহিন্দ্রা, অটোটেম্পু, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলে প্রতিদিন যাতায়াতে বাধ্য হচ্ছে লাখ লাখ নগরবাসী। এতে প্রতিদিন অপচয় হচ্ছে শ্রম ঘণ্টা।
তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যাত্রী হয়রানি চলছে চট্টগ্রামে। ভয়াবহ বায়ুদূষণ ও ধুলোদুষণে অতিষ্ট নগরবাসী। যাত্রীরা এখন পরিবহন মালিক শ্রমিকদের ইচ্ছের কাছে জিম্মি হয়ে আছে। এখানে সকালে এক ভাড়া, বিকালে আরেক ভাড়া, বৃষ্টির দিনে আরেক ভাড়া দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। প্রতিবাদ করলেও প্রতিকার নেই। মানুষ মর্যাদা নিয়ে এসব পরিবহনে যাতায়াত করতে পারে না। গণপরিবহনের সিদ্ধান্ত গ্রহণের সকল ফোরামে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোকে রাখা হলেও যাত্রী প্রতিনিধি রাখা হয় না। ক্ষমতায় আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা যেন নির্বাচনী ইশতেহারে থাকে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সেই দাবি জানাই।’
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, কাজী হুমায়ুন কবির, সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল, সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
- বিষয় :
- গণপরিবহন