ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ায় প্যানেল মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা 

বগুড়ায় প্যানেল মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা 

প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস। ফাইল ছবি

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৭:০৭

সোয়া এক কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ায় বিএনপি নেতা ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বগুড়া সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রায় সাত মাস অভিযুক্তের সম্পদ যাচাই-বাছাইয়ের পর দুদক বগুড়া কার্যালয়ে এ মামলা করে। 

শহরের চেলোপাড়ার বাসিন্দা পরিমল চন্দ্র দাস জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। চলতি বছরের মার্চে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়। পরে ৩০ মার্চে সম্পদ বিবরণী দাখিল করেন পরিমল। এরপর অনুসন্ধানে দুদক তার ২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা মূল্যের অস্থাবর ও স্থাবর সম্পদের সন্ধান পায়। সম্পদ বিবরণী অনুযায়ী পরিমলের বর্তমান দায় ৪৮ লাখ ১৬ হাজার ৭৩২ টাকা। এতে তার নিট সম্পদ পাওয়া যায় ২ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬২৫ টাকা। এ ছাড়া তার আয়কর নথি পর্যালোচনায় পারিবারিক সব ব্যয় বাদ দিয়ে মোট ৮৬ লাখ ৮৩ হাজার ৪৭৭ টাকার আয় পাওয়া যায়। 

কিন্তু দুদকের হিসাবে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং অবৈধ সম্পদ ভোগদখল করায় ২৭ (১) ধারায় পরিমলের বিরুদ্ধে মামলা হয়।

মামলার বাদী ও সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, দ্রুতই তদন্তের জন্য পরমিলকে তলব করা হবে। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হবে। 

দুদকের মামলার বিষয়ে জানতে বগুড়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের মোবাইল ফোনে কল করা হলে তিনি সাড়া দেননি। 

আরও পড়ুন

×