নির্বাচন অংশগ্রহণমূলক হবে: টিপু মুনশি

প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৬:২৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৭:০১
নির্বাচন অংশগ্রহণমূলক হবে মন্তব্য করে রংপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি বড় দল হলেও নির্বাচনে আসে নাই। তবে অন্যান্য দল এসেছে। তাছাড়া নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সব মিলে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।
আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনে কোনো প্রার্থীকে দুর্বল ভাবার সুযোগ নেই। জাতীয় পার্টি একটি বড় দল। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা আছে। তবে এ নিয়ে চিন্তিত নই।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রায় ৯৫ ভাগ রাস্তা পাকাকরণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হয়েছে। এবার এমপি হলে বেকারত্ব ঘোঁচানোসহ অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে। এতে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।