নবাবগঞ্জে সড়কে গাছ পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ

সড়কে গাছ পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: সমকাল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫১
‘ডামি নির্বাচন’ বর্জন, চলমান অসহযোগ আন্দোলনের সফল ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নবাবগঞ্জ ছাত্রদল।
আজ রোববার ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে টিকরপুর থেকে খারশুল ব্রিজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে সেখানে গাছ ফেলে তাতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মামুন আর রশিদসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতারা।
- বিষয় :
- অসহযোগ আন্দোলন
- ছাত্রদল
- নবাবগঞ্জ