ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও বঞ্চনার শিকার রংপুর অঞ্চল: জি এম কাদের

উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও বঞ্চনার শিকার রংপুর অঞ্চল: জি এম কাদের

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ | ২২:০৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ | ২২:১৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের জাতীয় পার্টি বলতে গেলে এই অঞ্চলের দল বলেই হয়তো বঞ্চনার শিকার হতে পারে। রংপুর সিটি করপোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ দেওয়া হয় সামান্যই। এখানেও একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি।

রোববার দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রংপুর চেম্বার ও রংপুর মেট্র্রোপলিটন চেম্বারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনী মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, রংপুর সিটি মেয়র মোস্তফা পর পর দু’বার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণভাবে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এটাও একধরনের বঞ্ছনা-বৈষম্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হয়তো অনেক সময় সফল হতে পারছি না। তবে তার জন্য আমরা নিরাশ নই, আসন্ন নির্বাচনে সংসদে যেতে পারলে আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করব।

রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। পয়নিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার। সর্বোপরি রংপুর শহরের উন্নয়নের জন্য একটা মাস্টারপ্ল্যান দরকার।

জাপা চেয়ারম্যান আরো বলেন, রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। গ্যাস এখন বিশ্বব্যাপী অনেক এক্সপেনসিভ হয়েছে। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেবে না, এটা আর লাভজনকও নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দেবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই গ্যাস দেবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলাসহ গ্যাসের সংযোগের জন্য চেষ্টা করব। এটা সম্ভব হলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় জাপা’র সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় জাতীয় পার্টি জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ও রংপুর চেম্বার ও রংপুর মেট্র্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দসহ নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×