ফরিদপুরের মাটি ও মানুষের জন্য আজাদের মন কাঁদে, ঈগল মার্কায় ভোট চেয়ে বললেন স্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

শহরের কমলাপুর ডিআইবি বটতলা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন এ. কে. আজাদের স্ত্রী শায়মা আজাদ শাম্মি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১৮:৫৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ২২:৩৮
ফরিদপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হা-মীম গ্রুপের কর্ণধার ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদের স্ত্রী শায়মা আজাদ শাম্মি নির্বাচনী পথসভা করেছেন। শহরের কমলাপুর ডিআইবি বটতলা মোড়ে সোমবার বিকেলে পথসভায় তিনি বলেছেন, ফরিদপুরের মাটি ও মানুষের জন্য আজাদের মন কাঁদে, আপনারা ঈগলে ভোট দিয়ে আপনাদেরকে সেবা করার সুযোগ দিন।
শায়মা আজাদ শাম্মি বলেন, ফরিদপুরের জন্য আজাদ অনেক কিছু করেছেন। স্কুল, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। হা-মীম গ্রুপে হাজার হাজার মানুষ চাকরি করছেন। তিনি ফরিদপুরেও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সেখানে শুধু ফরিদপুরের মানুষ চাকরি করবেন। তাই আপনারা ঈগল মার্কায় ভোট দেবেন। আপনাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য হলেও আজাদকে ভোট দেবেন।
পথসভা শেষে পথযাত্রায় নেতাকর্মীরা শহরের মুজিব সড়ক ঘুরে ঝিলটুলিস্থ এ. কে. আজাদের বাসভবনে যান।
সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শোভারামপুর স্লুইস গেট এলাকায় ঈগল মার্কার প্রচারণা করেন শায়মা আজাদ শাম্মি। এরপর কোমরপুর বাহিরদিয়া মোল্লা বাড়িতে উঠান বৈঠক করেন। সেখান থেকে কোমরপুর বাজারে জনসংযোগ করেন তিনি।
সকাল থেকে নির্বাচনী প্রচারণা ও পথসভায় শায়মা আজাদ শাম্মির সঙ্গে ছিলেন শায়লা ইসলাম, মাসুদা বেগম বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগের নেতারা ও পরিবারের সদস্যরা।