আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঝিনাইদহে নৌকা প্রার্থীর নামে ইসির মামলা

নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:৩৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:৩৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদসহ আওয়ামী লীগের চার নেতার নামে শৈলকুপা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে দুটি মামলা দায়ের করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম।
নির্বাচন কমিশনের নির্দেশে এ মামলা দুটি দায়ের হয়েছে বলে জানা গেছে। মামলার অপর দুই আসামি হলেন- শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম জানান, শৈলকুপা আসনে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকু ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী। অভিযোগ যাচাই বাছাই শেষে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন থেকে মামলার নির্দেশ আসে। নির্বাচন কমিশনের নির্দেশে তিনি বাদী হয়ে মঙ্গলবার শৈলকুপা থানায় আসামিদের নামে দুটি পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিমসহ চারজনের নামে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।