ফরিদপুর-৩
ঈগল প্রতীকের জনসভা বন্ধে ছাত্রলীগের চেষ্টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দুপুর ২টায় শুরু হবে এ. কে. আজাদের নির্বাচনী জনসভা
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৩:১৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৪:৪২
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের ঈগল প্রতীকের পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভা ব্যাহত করতে চেষ্টা করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার একই জায়গায় জেলা ছাত্রলীগ আলোচনা সভা আয়োজন করে। এ নিয়ে উত্তেজনার আশঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে ওই স্থানে ডাকা কর্মসূচি থেকে সরে আসে ছাত্রলীগ।
বুধবার রাতে জেলা ছাত্রলীগ সংগঠনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের শেখ কামাল উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘোষণা দেয়। বৃহস্পতিবার বেলা ৩টায় এ কর্মসূচির কথা জানানো হয়।
অন্যদিকে একই দিনে দুপুর ২টায় পূর্ব নির্ধারিত ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তৈরি হয় শঙ্কা।
পরে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মৌখিকভাবে ছাত্রলীগকে অনুষ্ঠান না করার জন্য জানিয়ে দেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈগল প্রতীকের প্রার্থীর জনসভার মঞ্চ প্রস্তুত হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই দলে দলে জনসভায় আসছেন সমর্থকরা।
- বিষয় :
- এ. কে. আজাদ
- নির্বাচনী জনসভা
- ফরিদপুর-৩