ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৪ মণ মিষ্টি নিয়ে আইভীর সঙ্গে দেখা করলেন সেলিম ওসমান

৪ মণ মিষ্টি নিয়ে আইভীর সঙ্গে দেখা করলেন সেলিম ওসমান

ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সেলিম ওসমানের সাক্ষাৎ। ছবি-সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ১৬:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। সংসদ নির্বাচনে জয়ী হয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এসময় মেয়র ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ মন মিষ্টি নিয়ে গিয়েছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেলিম ওসমান নারায়ণগঞ্জ নগর ভবনে যান।

তার আগমন সম্পর্কে মেয়র আইভী জানান, এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বিনিময় করতে সেলিম ওসমান এসেছিলেন। এসময় তিনি হকার সমস্যাসহ নগরীর বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তোলেন। আমি তাকে প্রস্তাব দেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে নগরীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার এবং সেখান থেকে সমাধানের উপায় বের করার।

সেলিম ওসমানের সঙ্গে এসময় নগর ভবনে গিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

এমপি সেলিম ওসমান ও তার ভাই এমপি শামীম ওসমানের সঙ্গে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর রাজনৈতিক বিরোধিতা দীর্ঘদিনের। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এ উপলক্ষে দুই এমপি সিটি করপোরেশনে গিয়েছিলেন।

আরও পড়ুন

×