ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ষড়যন্ত্র আবারও বড় হতে পারে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্র আবারও বড় হতে পারে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ২১:১৯

দলীয় নেতাকর্মীর উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আবারও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বড় হতে পারে। আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে পারি। তাই নির্বাচনের সময়কার সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে নিয়ে একত্রে চলতে হবে।’

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার উত্তরপাড়ার একটি খেলার মাঠে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাত্তাব মোল্লাহ প্রমুখ। বক্তব্য শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘আমি নির্বাচনের সময় গাজীপুর-১ আসনের সব পাড়া-মহল্লায় গিয়ে লক্ষ্য করেছি কিছু জায়গা উন্নয়নবঞ্চিত হয়েছে আমাদের জ্ঞাতসারে। ওসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে জনগণের সহযোগিতায়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই ও যেসব এলাকায় ব্রিজ, কালভার্ট হয়নি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে যেন দ্রুত করতে পারি তার চেষ্টা করব। আমাদের কিছু বৃহৎ পরিকল্পনা রয়েছে। কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল পার্ক করা হচ্ছে। সেখানে এক দেড় বছরের মধ্যে ৩ লাখ লোক কাজ করতে পারবে।’

আরও পড়ুন

×