ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশের সুনীল অর্থনীতির অবদান ৬.২ বিলিয়ন মার্কিন ডলার

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট 

দেশের সুনীল অর্থনীতির অবদান ৬.২ বিলিয়ন মার্কিন ডলার

সেমিনারে আমন্ত্রিতরা। ছবি-সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৪৬

বাংলাদেশের অর্থনীতিতে সুনীল অর্থনীতির অবদান ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। যা জাতীয় অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৩ শতাংশ। দেশে সুনীল অর্থনীতির উন্নয়নে বিপুল সম্ভাবনা আছে। ২০৩৫ সালের মধ্যে সুনীল অর্থনীতির আকার ২৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। 

শুক্রবার কক্সবাজারস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে ‘সুনীল অর্থনীতি: পুঁজিবাজারে সম্ভাবনা প্রতিষ্ঠা করা’ শীর্ষক এক সেমিনারে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশিদ।

বাংলাদেশে সুনীল অর্থনীতির সম্ভাবনাময় ১১টি খাত চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার বেশি আঞ্চলিক সমুদ্র এলাকা এখন বাংলাদেশের। উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র আঞ্চলিক অঞ্চলের সব ধরনের প্রাণীজ-অপ্রানিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার পেয়েছে বাংলাদেশ। এখন এই বিজয়কে প্রকৃতার্থে অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করতে হবে। 

তৌহিদা রশিদ বলেন, ভূ-গঠনগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত পার্থক্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের উপকূলীয় এলাকাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তারমধ্যে কক্সবাজার থেকে ফেনী পূর্ব উপকূলীয় এলাকা, ফেনী থেকে পটুয়াখালী মধ্য উপকূলীয় এলাকা এবং পটুয়াখালী থেকে সুন্দরবনের পশ্চিম সীমানা পশ্চিম উপকূলীয় এলাকা করা হয়েছে।     

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এটাকে দেশের উন্নয়নে কাজে লাগতে হবে। আর এ কাজ করতে গিয়ে টাকার জন্য শুধু সরকারের দিকে থাকিয়ে থাকলে হবে না, বন্ড-স্টক এক্সচেঞ্জের সহযোগিতা নেওয়া যেতে পারে। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং মূল বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

আরও পড়ুন

×