চট্টগ্রামে খালে ভাসছিল যুবকের মরদেহ

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৫১
চট্টগ্রামে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। যুবকটির আনুমানিক বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, মরদেহের পরনে ছিল কালো ফুল প্যান্ট, কোমরে বেল্ট, গায়ে ফুল হাতা শার্ট ও ভেতরে নীল রঙের গেঞ্জি, মাথায় লম্বা চুল। গায়ের রং শ্যামলা, শরীর কাদামাখা ছিল। এছাড়া নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং হাত, পা, মুখে পচন ধরেছে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কীভাবে যুবকটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- যুবকের মরদেহ
- লাশ উদ্ধার