ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

পিনাকী ভট্টাচার্য - ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৩৭

আলোচিত ইউটিউবার ও প্রবাসী সাংবাদিক পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি আব্দুর রহমান বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিলেট জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

বাদীর পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পিনাকী ভট্টাচার্য্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), হাসান মিয়া (হাসান), আব্দুল হাদী, রেজাউল করিম এবং ফেসুবক পেজ ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ। 

আরও পড়ুন

×