ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হরিণের মাংস দিয়ে ভুরিভোজ, গ্রেপ্তার ৫

হরিণের মাংস দিয়ে ভুরিভোজ, গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:৩৪

হরিণের মাংস খাওয়ার ‘আমন্ত্রণ’ রক্ষা করতে গিয়ে সাতক্ষীরার গাবুরায় উপকূল রক্ষা বাঁধ নির্মাণকাজে নিয়োজিত পাঁচ শ্রমিক গ্রেপ্তার হয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের জোনাব আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বনবিভাগ। এ সময় দুই কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধার সোয়ানী গ্রামের ফজর আলী (২৪), দোয়ানী গ্রামের মো. শাকিল (২০), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড়টিয়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), ঘিওর উপজেলার করজোনা গ্রামের নুর মোহাম্মদ (২৫) ও রাজবাড়ীর বালিয়াকান্দি গ্রামের আব্দুল কাদের (২৯)।

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ জালমী জানান, হরিণের মাংস দিয়ে ভুরিভোজের খবর পেয়ে শনিবার সোরা গ্রামের বাসিন্দা জোনাব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল কাদের ও মো. শাকিল দাবি করেন, তারা জোনাব আলীর দাওয়াত রক্ষার জন্য শনিবার সেখানে যান। বন-কর্মীরা সেখানে অভিযান চালালে বাড়ির লোকজন পালিয়ে যায়। এ সময় বনবিভাগের সদস্যরা তাদের আটক করেন। 

আরও পড়ুন

×