ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধর, মাথা ন্যাড়া

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধর, মাথা ন্যাড়া

হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার পপি। ছবি-সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৩৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধরের পর চুল কেটে ন্যাড়া করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ স্বামী মসের সরকারকে আটক করেছে। নির্যাতনের শিকার পপি বেগমকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অভিযোগ থেকে জানা গেছে, পপি বেগম পৈতৃক সূত্রে জমি পেয়েছেন। তাঁর স্বামী মসে সরকার ওই জমি নিজের নামে লিখে দিতে বারবার চাপ দিয়ে আসছিলেন। সোমবার সকালে আবার চাপ দিতে শুরু করেন। এতে রাজি হননি পপি। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মসে ঘর থেকে ওড়না এনে পপির দুই হাত বেঁধে বেধড়ক মারধর করেন। এ সময় চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরে রাখেন। পরে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পপির স্বজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ঘটনা জানতে পেরে বাড়ি থেকে মসে সরকারকে আটক করে থানায় নেয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, পপি খাতুন শরীরের বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। 

বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে মসে সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×