ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১০ ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার

ফিলিং স্টেশনে লোড বাড়ানোর দাবি

১০ ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার

ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ূন রশীদ চত্বর এলাকার শ্রমিকদের পিকেটিং। ছবি- ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৪২

সিলেট অঞ্চলের সাধারণ যাত্রীদের ১০ ঘণ্টার ভোগান্তি শেষ হয়েছে। সিলেটের ফিলিং স্টেশনে গ্যাসের লোড বাড়ানোর দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক ও মালিকপক্ষ।

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘট চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্য স্থানগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একইভাবে অন্যান্য অঞ্চল থেকে সিলেটে আসতেও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

সিলেটে পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জে দিনভর ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে বাস, সিএনজিচালিত অটোরিকশায় সিলেটে পৌঁছেছেন।

বুধবার শহরের নতুন বাসস্টেশনে গিয়ে দেখা যায়, সিলেটগামী পরিবহন নিলাদ্রী ও বিরতিহীনের কাউন্টার বন্ধ। লোকাল বাস চলছে এ সড়কের গোবিন্দগঞ্জ পর্যন্ত। সেখানেও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রী-শ্রমিকদের মধ্যে চলে তর্ক। সুনামগঞ্জ শহরতলির ভাতেরটেক এলাকার হাসান আলী ভোলাগঞ্জে পাথর শ্রমিকের কাজ করেন। এ দিন সুনামগঞ্জ থেকে সিলেটের ভোলাগঞ্জে যেতে তাঁকে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। হাসান আলীর মতো অন্যদেরও একই অবস্থা ছিল।

এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকে ধর্মঘটের যৌক্তিকতা যাচাইয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১১ মার্চ পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া বৈঠকে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এদিকে রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×